আয়নাঘর পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, এটার বর্ণনা যদি এক শব্দ ব্যবহার করে দিতে হয় তাহলে বলতে হবে এটা একটা বিভৎস দৃশ্য। বেলা ১১টায় দেশি-বিদেশি গণমাধ্যম, ভুক্তভোগীদের প্রতিনিধি নিয়ে রাজধানীর আগারগাঁও, কচুখেত এবং উত্তরা এলাকায় আয়নাঘর পরিদর্শনে যান। তিনি বলেন, নৃশংসতার কথা যতই শুনেছি অবিশ্বাস্য মনে হয়েছে। এটা কি আমাদেরই জগত! তিনি আরো বলেন, এইরকম আয়নাঘরের সংখ্যা ৭শ থেকে ৮শ আছে শুনা গেছে। পুরো বাংলাদেশ জুড়ে! তিনি আরো বলেন দেশের যে চূড়ান্ত রূপ দেখলাম এটা তারই প্রতিচ্ছবি। জাতির জন্য এর ডকুমেন্ট করা হবে।