পাকিস্তান জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতার অভিযোগ তুলেছে এবং বলেছে, তাদের কাছে ভারতের সংশ্লিষ্টতার ‘বিশ্বাসযোগ্য প্রমাণ’ রয়েছে। মঙ্গলবার জাতিসংঘে পাকিস্তান মিশনের কাউন্সিলর ও রাজনৈতিক সমন্বয়কারী গুল কায়সার সারওয়ানি বলেন, ভারত টিটিপি, বিএলএসহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে সহায়তা দিচ্ছে, যা পাকিস্তানের নিরাপত্তার জন্য হুমকি।
তিনি আরও বলেন, ভারত ভিত্তিহীন সন্ত্রাসবাদের অভিযোগ তুলে আন্তর্জাতিক মনোযোগ সরিয়ে নিতে চায়, অথচ জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রীয় সহিংসতা এবং সীমান্তপারের আগ্রাসনের রেকর্ড গোপন করছে। সারওয়ানি অভিযোগ করেন, ভারত পেহেলগাম হামলার স্বাধীন তদন্ত প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
সারওয়ানি সিন্ধু পানি চুক্তি স্থগিতের হুমকিকেও রাজনৈতিক স্বার্থে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহারের প্রচেষ্টা বলে উল্লেখ করেন। এই বক্তব্যে দুই প্রতিবেশী পরমাণু শক্তিধর দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।