কুয়েট শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা পোষণ করেছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি লিখেছেন, শিক্ষার্থীদের সঙ্গে প্রহসনমূলক আচরণ করার পরিণতি কি হতে পারে, তা চব্বিশের জুলাইয়ে দেখেছে বাংলাদেশ। জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী সময়েও আমরা এমন ফ্যাসিবাদী আচরণ দেখতে চাই না। আরও লিখেছেন, কুয়েটের শিক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রতি একাত্মতা পোষণ করছি। কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানাচ্ছি, দ্রুত শিক্ষার্থীদের দাবি-দাওয়া মেনে নেওয়ার ব্যবস্থা করুন। প্রসঙ্গত, ভিসির পদত্যাগ দাবিতে অনশন শিক্ষার্থীদের অনশন চব্বিশ ঘন্টা পেরিয়েছে। ইতোমধ্যে হিট স্ট্রোকসহ নানাভাবে অসুস্থ হয়ে পড়েছেন শিক্ষার্থীরা।