বাংলাদেশ জাতীয় ছাত্রশক্তি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের জন্য তাদের ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেল ঘোষণা করেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচতলায় সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদ হাসান আনুষ্ঠানিকভাবে প্যানেলটি ঘোষণা করেন। নাট্যকলা বিভাগের শিক্ষার্থী কিশোর আনজুম সাম্য ভিপি পদে, ম্যানেজমেন্ট বিভাগের মো. ফয়সাল মুরাদ জিএস পদে এবং ইতিহাস বিভাগের শাহিন মিয়া সহ-সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ২০ সদস্যের এই প্যানেলে বিভিন্ন সম্পাদকীয় পদে মেহেরুননেসা হিমু, মো. ইমরান হোসেন, তারেক সাদিদ, জিহাদ, শাহিনুর, মো. রাতুল হাসান, ফেরদাউস সোহান, মুশফিকুর রহমান, ফেরদাউস শেখ ও আমিনুল মনোনীত হয়েছেন। এছাড়া ৭ জন নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই ঘোষণার মাধ্যমে জকসু নির্বাচনে ছাত্রশক্তি সমর্থিত প্রার্থীদের আনুষ্ঠানিক অংশগ্রহণ শুরু হলো।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।