Web Analytics

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান ও শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে সোমবার দুপুরের দিকে খুলনা নগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতালের কাছে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুলিটি তার কানের পাশ দিয়ে ঢুকে বেরিয়ে যায়, ফলে প্রচুর রক্তক্ষরণ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে সিটি স্ক্যানের জন্য বেসরকারি ইমেজিং সেন্টারে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।

সোনাডাঙ্গা থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, ঘটনাটি তদন্তাধীন এবং হামলাকারীদের শনাক্তে পুলিশ কাজ করছে। এনসিপি নেতারা এ হামলাকে আসন্ন অন্তর্বর্তী নির্বাচনের আগে রাজনৈতিক অস্থিরতার ইঙ্গিত হিসেবে দেখছেন। যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত বিচার ও নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছেন।

পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে, আর স্থানীয়রা রাজনৈতিক সহিংসতা রোধে কঠোর পদক্ষেপের দাবি তুলেছেন।

Card image

Related Threads

logo
No data found yet!