ঢাকা-৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা এই সিদ্ধান্ত ঘোষণা করেন। এর আগে ২৯ ডিসেম্বর রাজধানীর সবুজবাগ থানা নির্বাচন অফিসে তিনি মনোনয়নপত্র জমা দেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোট ভোটারের ১ শতাংশের সমর্থন সংগ্রহ করেন।
হলফনামা অনুযায়ী, ডা. তাসনিম জারা পেশায় একজন চিকিৎসক। চাকরি থেকে তাঁর বার্ষিক আয় ৭ লাখ ১৩ হাজার ৩৩৩ টাকা এবং দেশের বাইরে আয় ৩ হাজার ২০০ ব্রিটিশ পাউন্ড। তিনি আয়কর হিসেবে ৩৪ হাজার ৫৭ টাকা পরিশোধ করেছেন। তাঁর সম্পদের মধ্যে রয়েছে ২ লাখ ৫০ হাজার টাকার অলংকার, ব্যাংকে ১০ হাজার ১৯ টাকা, হাতে নগদ ১৬ লাখ টাকা এবং ২ হাজার ২৭০ ব্রিটিশ পাউন্ড। তাঁর বিরুদ্ধে কোনো মামলা, ঋণ বা সরকারি পাওনা নেই। স্বামী খালেদ সাইফুল্লাহর হাতে রয়েছে ১৫ লাখ টাকা ও ৬ হাজার ব্রিটিশ পাউন্ড, বিদেশে আয় ৩৯ হাজার ৮০০ পাউন্ড।
নির্বাচনী তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত এবং নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি, প্রচারণা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল পর্যন্ত।