ভোলার চরফ্যাশনে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. আনচার (৪৫) নামে এক ব্যক্তিকে বৃহস্পতিবার সকালে গ্রেফতার করেছে দক্ষিণ আইচা থানা পুলিশ। বুধবার রাতে ওই ছাত্রীকে তার নিজ বাড়িতে ধর্ষণ করেন আনচার। শিশুটির চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে এবং অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং মাদ্রাসা কর্তৃপক্ষের উদ্যোগে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পুলিশ জানায়, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা নেওয়া হয়েছে এবং শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, আনচার পূর্বে ২০২১ সালে আরেক কিশোরীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ছিলেন, যার পর ওই কিশোরী আত্মহত্যা করেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।