সুন্দরবনের কলমতেজীতে আগুন নেভানো গেলেও গুলিশাখালীর তেইশের ছিলা নামক স্থানে নতুন করে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বনবিভাগ ও ফায়ার সার্ভিস। সোমবার সকাল থেকেই পানি ছিটানো শুরু হয়। জানা গেছে, আগুন লাগার স্থান থেকে পানির উৎস অর্থাৎ খালের দূরত্ব প্রায় আড়াই কিলোমিটার। সুন্দরবনের অভ্যন্তরে তা খুবই দুর্গম হওয়া এবং ঘন গাছপালায় থাকায় পানি সরবরাহের পাইপ টানতে খুবই বেগ পেতে হচ্ছে।