পটুয়াখালীর বাউফল প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। দৈনিক *আমার দেশ* পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. জলিলুর রহমান সভাপতি এবং *মানবকণ্ঠ* পত্রিকার মো. জসিম উদ্দীন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে জলিলুর রহমান ১৯ ভোট পেয়ে বিজয়ী হন এবং সাধারণ সম্পাদক পদে জসিম উদ্দীন ৩৫ ভোটে নির্বাচিত হন।
*প্রথম আলো*র এবিএম মিজানুর রহমান ৩৬ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন। নির্বাচনে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিরা অংশ নেন।
নবনির্বাচিত কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে। সাংবাদিক সমাজ আশা করছে, নতুন নেতৃত্ব বাউফলে সাংবাদিকদের পেশাগত ঐক্য, সংবাদ পরিবেশের উন্নয়ন এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ভূমিকা রাখবে।