ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক পদপ্রার্থীর প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের করা রিটের বিষয়ে রিট দায়েরকারী বামজোটের নেত্রীকে তার উদ্যোগের জন্য শুভেচ্ছা জানিয়েছেন এস এম ফরহাদ। ফরহাদ বলেন, বিভিন্ন দল কর্তৃক দীর্ঘ সময় ধরে ছবি এডিট করে, ভিডিও বানিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার করার চেয়ে আপনার আইনি উদ্যোগ তুলনামূলক ভালো অ্যাপ্রোচ। বাধা, ষড়যন্ত্র কিংবা অপকৌশল মাড়িয়েই আমাদের নিয়মিত পথচলা; এই যাত্রায় আমরা থামব না বলেও জানানো হয় স্ট্যাটাসে। এর আগে, এদিন সকালে বিচারপতি এস কে তাহসিন আলী ও হাবিবুল গনির আদালতে এই রিটটি করা হয়। আগামী মঙ্গলবার এ রিটের ওপরে শুনানি অনুষ্ঠিত হবে।