Web Analytics

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও আংশিক সাতকানিয়া) আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দিনের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর জোহাদিয়া দরবার মসজিদে জুমার নামাজ শেষে তিনি মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দেন। সেখানে তিনি ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন চান এবং আসন্ন নির্বাচনে তাকে ম্যান্ডেট দেওয়ার আহ্বান জানান। তার বক্তব্যের ৩ মিনিট ৩২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

নির্বাচনি আচরণবিধি ২০২৫–এর বিধি ১৮ অনুযায়ী ভোটের তিন সপ্তাহ আগে কোনো প্রার্থী বা তার পক্ষে কেউ প্রচার চালাতে পারেন না। ঘোষিত তফসিল অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। অভিযোগের বিষয়ে জসিম উদ্দিন প্রথমে ভোট চাওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, তিনি কেবল দোয়া চেয়েছেন এবং সংবাদটি ইতিবাচকভাবে প্রকাশের অনুরোধ করেন।

চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রাজিব হোসেন জানান, অভিযোগটি পাওয়া গেছে এবং প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Card image

Related Threads

logo
No data found yet!