Web Analytics

সোহরাওয়ার্দী মেডিকেলে জুলাই আন্দোলনে চোখ হারানো ৪ আহতকে দেখতে যান বিএনপি নেতা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। চোখ হারানো চার বিষপানকারী আহতের খোঁজ নিতে হাসপাতালে যান তিনি। এ্যানি বলেছেন, দেশে যদি একটি প্রকৃত নির্বাচিত সরকার থাকত, তাহলে এই দায় এড়াতে পারত না। কেবল জনগণের স্বার্থেই নির্বাচন চায় তার দল। কেন চায়, কী কারণে চায়- তা জনগণের বুঝে নেওয়া উচিত। তিনি বলেন, জুলাই আহতদের তাচ্ছিল্য করছে এই সরকার। সরকার জুলাই আহতদের পাশে না থাকলেও বিএনপি সবসময় পাশে থাকবে। আমাদের প্রত্যাশা ছিল, সরকার একটি বিশেষ সেল গঠন করে সর্বোচ্চ সহায়তা দেবে। এ সময় গত বুধবার চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে জুলাই আহতদের সঙ্গে হাসপাতাল কর্মচারীদের সংঘর্ষের সুষ্ঠু তদন্তের দাবিও জানান তিনি।

Card image

Related Threads

logo
No data found yet!