কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান এলাকার এক ভাড়া বাসা থেকে আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার জ্যেষ্ঠ মুহাদ্দিস ও বটতলা কাছারি মসজিদের খতিব মাওলানা লুৎফুর রহমানের (৭২) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে য়াশরুমে গেলে সেখান থেকে হঠাৎ চিৎকারের শব্দ শুনে কাছে গিয়ে লুৎফুর রহমানকে গলাকাটা অবস্থায় দেখতে পান তার স্ত্রী। পরে মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, কে বা কারা ঘটিয়েছে এ বিষয়ে তদন্তের কাজ চলছে।