রাজধানীর ডেমরা থানার সারুলিয়া এলাকা থেকে চারটি পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার করেছে র্যাব। শনিবার রাত ১০টার দিকে র্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় জানানো হয়, র্যাব-১০ এর একটি টহল দল এলাকায় পড়ে থাকা গ্রেনেডগুলো উদ্ধার করে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। র্যাব জানিয়েছে, কে বা কারা গ্রেনেডগুলো সেখানে ফেলে রেখে গেছে তা শনাক্তের চেষ্টা চলছে। ঘটনাটি এলাকাবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি করলেও র্যাব জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী গ্রেনেডগুলোর উৎস ও সম্ভাব্য অপরাধমূলক বা জঙ্গি সংযোগ খতিয়ে দেখছে।