সুজানগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও মেয়র আব্দুল ওহাবকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে আরো ১২ জনকে। এলাকাবাসীর দাবি স্বেচ্ছায় গ্রেপ্তার হয়েছেন ওহাব। পুলিশের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় আসামী ওহাব লুকিয়ে থাকা অবস্থায় গোপন খবরের ভিত্তিতে আটক হয়েছে। এর আগে গত শনিবার গ্রেফতার করা হলে তাকে ছিনিয়ে নেয় আওয়ামী লীগের নেতাকর্মীসহ কয়েকশ এলাকাবাসী।