Web Analytics

বাংলাদেশ ব্যাংক আগামী ৪ ডিসেম্বর নতুন ডিজাইনের ৫০০ টাকার নোট বাজারে ছাড়ছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ থিমে তৈরি এই নোটের সম্মুখভাগে রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার এবং পেছনে সুপ্রিম কোর্টের ছবি। গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরযুক্ত নোটটি প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে এবং পরে ধাপে ধাপে অন্যান্য অফিস থেকেও বিতরণ করা হবে। ১৫২ মি.মি. × ৬৫ মি.মি. আকারের এই নোটে জাতীয় ফুল শাপলার নকশা ও সবুজ রঙের আধিক্য রয়েছে। এতে ১০ ধরনের উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে রঙ পরিবর্তনশীল কালি, লাল নিরাপত্তা সুতা, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য উঁচু চিহ্ন, রয়েল বেঙ্গল টাইগারের জলছাপ এবং UV আলোয় দৃশ্যমান বিশেষ নকশা। বর্তমানে প্রচলিত সব নোট ও মুদ্রা আগের মতোই চালু থাকবে। সংগ্রাহকদের জন্য নমুনা নোট মিরপুরের টাকা জাদুঘর থেকে সংগ্রহ করা যাবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।