বাউফল ছালেহিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে হিজাব না খোলায় ট্যাগ অফিসার ৪ পরীক্ষার্থীর উত্তরপত্র নিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার হাদিস পরীক্ষার দিন দাখিল পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটেছে। ওই পরীক্ষা কেন্দ্রের ট্যাগ অফিসারের দায়িত্বে রয়েছেন উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) প্রকল্প কর্মকর্তা তুরাল প্রামাণিক। এ সময় ৪ জন পরীক্ষার্থী হিজাব না খোলায় তাদের উত্তরপত্র নিয়ে যান। এর মধ্যে এক পরীক্ষার্থী উচ্চস্বরে কান্না শুরু করলে কিছু সময় পর তার উত্তরপত্র ফেরত দেওয়া হয়। অন্য তিন শিক্ষার্থীর উত্তরপত্র ফেরত দেওয়া হয়নি।