Web Analytics

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার বিতর্কিত চার্জশিটের কারণে বহু আলেম বছরের পর বছর ধরে কারাগারে রয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, মামলায় তিন দফায় চার্জশিট দাখিল করা হয়, যার একটির সঙ্গে অন্যটির কোনো মিল নেই। ২০১৫ সালে সিআইডির কর্মকর্তা মেহেরুন্নেসা পারুলের দাখিল করা তৃতীয় চার্জশিটে কয়েকজন স্বনামধন্য আলেমকে বিরোধী দল ও জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে যুক্ত করা হয়। তাদের মধ্যে দুজন জেলে মারা যান, বাকিরা এখনো বন্দি রয়েছেন।

তদন্ত কর্মকর্তা আদালতে স্বীকার করেছেন যে রাজনৈতিক চাপের মুখে কিছু আসামিকে অন্তর্ভুক্ত করতে হয়েছে এবং ভুয়া চার্জশিট দাখিলের জন্য তিনি পুরস্কৃত হয়েছিলেন। কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক উদ্দেশ্যে মামলাটি প্রভাবিত করেছেন। আইন বিশেষজ্ঞরা নিরীহ আলেমদের জড়ানো এসব সংবেদনশীল মামলার পুনঃতদন্তে স্বাধীন কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন।

বিশেষজ্ঞদের মতে, বারবার চার্জশিট পরিবর্তন ও দীর্ঘ কারাবাস প্রমাণ করে যে এসব মামলা ন্যায়বিচারের নয়, বরং রাজনৈতিক সন্দেহ ও প্রতিহিংসার ভিত্তিতে পরিচালিত হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!