আল জাজিরা প্রতিবেদনে জানিয়েছে, ইরানের পাশাপাশি শনিবার রাতভর ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের গোষ্ঠী হুথি। এ বিষয়ে ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, ইসরাইলের কেন্দ্রীয় এলাকাগুলোকে লক্ষ্য করে ইয়েমেন থেকে কিছু ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। হুথিরাও বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, হুথিদের হামলায় বেশ কয়েকটি ফিলিস্তিন-২ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার তারা ইসরাইলকে লক্ষ্য করে দুইটি ক্ষেপণাস্ত্র ছোড়ে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।