Web Analytics

ইসরায়েলি বন্দিদের জন্য গঠিত একটি ফোরাম লিখেছে, ‘ইসরায়েলের গত সপ্তাহের কাতার আক্রমণ দেখায় যে প্রতিবার শান্তি চুক্তি আসার পথে, নেতানিয়াহু তা ধ্বংস করে দেন।’ ফোরামটি বলেছে, নেতানিয়াহুর ‘স্থবিরতা’ ইতোমধ্যে ৪২ বন্দির জীবন হারানোর কারণ হয়েছে এবং বাকি বন্দিদের জীবনও ঝুঁকিতে রেখেছে। বন্দিদের পরিবারগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, ‘কাতারে পরিচালিত লক্ষ্যভিত্তিক অভিযান নিঃসন্দেহে প্রমাণ করেছে যে ৪৮ বন্দি ফিরিয়ে আনা এবং যুদ্ধ শেষ করার একমাত্র বাধা হল প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এখন সময় এসেছে অজুহাত শেষ করার, যা শুধু তার ক্ষমতা ধরে রাখার জন্য তৈরি।’ এমন পরিস্থিতির মধ্যে মার্কো রুবিও শনিবার ইসরায়েল সফর করেছেন। রুবিও ইসরায়েল যাত্রার আগে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট কাতারে হামলা নিয়ে সন্তুষ্ট ছিলেন না, তবে মার্কিন-ইসরায়েল সম্পর্ক ‘খুবই দৃঢ়’ রয়েছে। ট্রাম্পের অগ্রাধিকার হলো সব বন্দিকে ফেরানো এবং গাজার যুদ্ধ শেষ করা।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।