শত্রুদের হামলার স্পষ্ট লক্ষণ দেখা দিলে আগাম আক্রমণ চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের নবগঠিত প্রতিরক্ষা কাউন্সিল রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে এ সতর্কতা জানায়। কাউন্সিল জানায়, ইরানের নিরাপত্তা, স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতার ‘রেড লাইন’ অতিক্রম করা যাবে না। ইরানের বিরুদ্ধে অব্যাহত বৈরী আচরণের সমুচিত জবাব দেওয়া হবে এবং এর দায়ভার উসকানিদাতাদের ওপর বর্তাবে।
বিবৃতিতে বলা হয়, জাতীয় স্বার্থের যেকোনো লঙ্ঘন, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বা স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করা হলে কঠোর জবাব দেওয়া হবে। কাউন্সিল জোর দিয়ে জানায়, ইরান এখন আর আক্রান্ত হওয়ার পর পাল্টা জবাব দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং নিরাপত্তা রক্ষায় আগাম ব্যবস্থা নেবে। যদিও বিবৃতিতে কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি, এটি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এসেছে।
গত জুনে ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির নির্দেশে প্রতিরক্ষা কাউন্সিলটি গঠিত হয়।