মার্কিন ফেডারেল ব্যয় সংকোচনের দায়িত্বে নিয়োজিত বিশ্বের শীর্ষে ধনী, প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক সতর্ক করে বলেছেন, বাজেট কাটছাঁট না হলে যুক্তরাষ্ট্র ‘দেউলিয়া’ হয়ে পড়বে। বুধবার (১২ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে আরো বলা হয়েছে, সম্প্রতি ট্রাম্প প্রশাসন সরকারি ব্যয় কমাতে একের পর এক নির্বাহী আদেশ জারি করেছে, তবে এসব পদক্ষেপের আইনগত বৈধতা নিয়ে যুক্তরাষ্ট্রের আদালতগুলোর সঙ্গে বিরোধ দেখা দিয়েছে। মাস্ক আরো বলেছেন, সরকারি ব্যয় সংকোচনের অংশ হিসেবে প্রতি চারজন সরকারি কর্মকর্তা অবসর নেওয়ার পর একজনকে নিয়োগ দেওয়া হবে।