ভারতীয় চিকিৎসকের পর এবার সাময়িক নিবন্ধনহীন থাইল্যান্ডের দুই চিকিৎসকের স্বাস্থ্যসেবা প্রদানে নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল। থাইল্যান্ডের সামিটিভেজ হাসপাতালের ওই দুই চিকিৎসক হলেন- নাত্তিপাত জুথাচারোয়েনং ও ল্যান্টম টনভিচিয়েন। আইন অনুযায়ী তাদের সব ধরনের চিকিৎসা কার্যক্রম পরিচালনা বন্ধ এবং বুকিং বাতিল করতে সিক্স সিজন হোটেলকে নির্দেশ দিয়েছে কাউন্সিল। এর আগে গত ১৪ আগস্ট বিএমডিসির নিবন্ধন গ্রহণ না করে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় চিকিৎসকের সেবা কার্যক্রম পরিচালনায় ভারতীয় চিকিৎসকের স্বাস্থ্যসেবায় নিষেধাজ্ঞা আরোপ করে বিএমডিসি।