জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিভাজন, ঘৃণা ও সহিংসতার রাজনীতি উসকে দেওয়ার অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপি জানায়, দলটির সদস্যসচিব আখতার হোসেনের বিরুদ্ধে জামায়াতের দেওয়া বিবৃতি বাস্তবতাবিবর্জিত ও জনমত বিভ্রান্তির অপচেষ্টা। এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন এই বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠান।
এনসিপি জানায়, পাবনার ঈশ্বরদীতে নির্বাচনি প্রচারকে কেন্দ্র করে সংঘর্ষে গুলি চালানো তুষার মণ্ডল যে জামায়াতের কর্মী, তা জেলা গোয়েন্দা পুলিশ নিশ্চিত করেছে। এমন প্রমাণ থাকা সত্ত্বেও জামায়াতের অস্বীকারকে সত্য গোপনের প্রচেষ্টা হিসেবে অভিহিত করে এনসিপি। দলটি মনে করে, ৫ আগস্ট পরবর্তী নতুন রাজনৈতিক সংস্কৃতি গ্রহণ না করে জামায়াত পুরনো সহিংস রাজনীতির পথে নতুন খেলোয়াড় হিসেবে আবির্ভূত হচ্ছে।
এনসিপি সব রাজনৈতিক দলকে শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে বলেছে, নির্বাচনের আগে সহিংসতা ও বিভাজনমূলক রাজনীতি দেশের জন্য অশুভ সংকেত।