কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড-২০২৫ পাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। অ্যাওয়ার্ডটি গ্রহণ করতে ব্রিটেনের রাজা চার্লসের আমন্ত্রণে আগামী ১০ জুন লন্ডন সফরে যাচ্ছেন তিনি। রাজা চার্লস থ্রি নোবেলজয়ী এই অর্থনীতিবিদের হাতে অ্যাওয়ার্ডটি তুলে দেবেন। সফরে যুক্তরাজ্যের প্রশাসনের সাথে সাক্ষাতের জন্য এপয়েনমেন্ট চাওয়া হয়েছে। সফর শেষে ১৩ জুন ঢাকায় ফিরবেন প্রধান উপদেষ্টা। ২০২৪-এ প্রবর্তিত প্রথম কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড বিজয়ী ছিলেন জাতিসংঘের অষ্টম মহাসচিব বান কি মুন।