২০২৪ সালের গণআন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার সরকার পতনের পরও, ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার মানবাধিকার রক্ষায় যথাযথ কার্যক্রম নিতে পারেনি বলে জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। রাজনৈতিক বিরোধীদের ওপর নির্বিচার গ্রেফতার, নিরাপত্তা বাহিনীর নির্যাতন ও সংখ্যালঘু ও দুর্বল গোষ্ঠীর বিরুদ্ধে সহিংসতা বাড়ছে। যদিও কিছু সংস্কার কমিশন গঠন করা হয়েছে, তবে তা বাস্তবায়নে বিলম্ব হচ্ছে। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি উন্নয়নের জন্য জরুরি নিরাপত্তা খাত সংস্কার, অভিযুক্তদের জবাবদিহির আওতায় আনতে ও আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে।