সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর এক সপ্তাহ পরও তার কবর জিয়ারতে মানুষের ঢল অব্যাহত রয়েছে। ৩০ ডিসেম্বর তার মৃত্যুর পর ৭ জানুয়ারি পর্যন্ত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ ফুলেল শ্রদ্ধা, কোরআন তিলাওয়াত ও দোয়ার মাধ্যমে তার আত্মার মাগফিরাত কামনা করছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দলমত-নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার কবরের পাশে নীরবে দাঁড়িয়ে অশ্রু ঝরাচ্ছেন।
মানুষের এই উপস্থিতি প্রমাণ করছে, খালেদা জিয়া শুধু রাজনৈতিক নেতা নন, তিনি ছিলেন সাহস ও আপসহীন সংগ্রামের প্রতীক। আগতরা স্মরণ করেছেন তার স্বৈরাচারবিরোধী আন্দোলনের দিনগুলো ও গণতন্ত্রের দাবিতে তার দৃঢ় নেতৃত্ব। জাতীয়তাবাদী ওলামা দল, আরাফাত রহমান কোকো ক্রীড়া চক্রসহ বিভিন্ন সংগঠন কোরআন খতম ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফজলুল হক ও বিএনপির নেতা আমিনুল ইসলামসহ উপস্থিত ব্যক্তিরা বলেন, খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশের জন্য অপূরণীয় ক্ষতি। তার নেতৃত্ব দলমতের ঊর্ধ্বে উঠে মানুষের হৃদয়ে স্থায়ী হয়ে আছে।