Web Analytics

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জাতীয় সংসদে প্রস্তাবিত পিআর পদ্ধতি বাস্তবায়িত হলে বাংলাদেশে আর কোনো স্থানীয় নেতার জন্ম হবে না। এতে স্থানীয় মানুষের ভূমিকা কমে গিয়ে আরও বেশি স্বৈরশাসক তৈরি হবে। বৃহস্পতিবার রংপুরে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, পিআর পদ্ধতিতে দলই এমপি নির্বাচন করবে, এতে গণতন্ত্র দুর্বল হবে। তিনি জুলাই-আগস্ট গণআন্দোলনের শহীদদের স্মরণ করে বলেন, তাদের রক্তদানের মধ্য দিয়েই নতুন বাংলাদেশ গড়ে উঠেছে। শেখ হাসিনার সরকারকে তিনি ফ্যাসিবাদী বলে আখ্যা দেন এবং গুম-খুনের ভয়াবহতা তুলে ধরেন। দেশের স্বার্থে গণতান্ত্রিক শক্তিগুলোর ঐক্যের আহ্বান জানান তিনি।

Card image

Related Threads

logo
No data found yet!