Web Analytics

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অনিরাপদ বিদেশি প্রাণিজ সম্পদ আমদানির বিপক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করেছে। মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বৃহস্পতিবার জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ২০২৫ উদ্বোধন শেষে বলেন, দেশীয় প্রজাতির প্রাণিসম্পদ সংরক্ষণ ও উন্নয়নের মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সরকার কাজ করছে। ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’ প্রতিপাদ্যে প্রথমবারের মতো সারাদেশে একযোগে প্রাণী সপ্তাহ উদযাপন শুরু হয়। মানিক মিয়া এভিনিউ থেকে শেরেবাংলা নগর মাঠ পর্যন্ত বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে উদ্বোধন হয় সপ্তাহটির। ফরিদা আখতার বলেন, দেশীয় উৎপাদনের মাধ্যমে শুধু দেশের চাহিদা পূরণ নয়, বিদেশেও বাজার সৃষ্টি করা হবে। তিনি ক্ষুদ্র পোল্ট্রি খামারিদের ফিড সংকট সমাধানের ওপর গুরুত্ব দেন এবং জানান, প্রথমবারের মতো মৎস্য ও প্রাণিসম্পদ খাতে অবদানের জন্য পাঁচ ক্যাটাগরিতে ১৫ জনকে পদক দেওয়া হবে।

Card image

Related Threads

logo
No data found yet!