সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।
রিসেপ তাইয়েপ এরদোগানকে অপমান করার অভিযোগে জোয়াকিম মেডিন নামে সুইডেনের এক সাংবাদিককে ১১ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। মেডিন সুইডিশ সংবাদপত্র ডাগেনস ইটিসির সাংবাদিক। বিচারক মেডিনকে শর্তসাপেক্ষে সাজা দিয়ে মুক্তির আদেশ দিয়েছেন। তবে তার বিরুদ্ধে আরেকটি অভিযোগের বিচার না হওয়া পর্যন্ত জেলেই থাকতে হবে। তুরস্কে ব্যাপক বিক্ষোভের সময় ২৭ মার্চ ইস্তানবুল বিমানবন্দর থেকে মেডিনকে গ্রেফতার করা হয়। মেডিনের বিরুদ্ধে অভিযোগ, ২০২৩ সালের জানুয়ারিতে স্টকহোমে এক বিক্ষোভে অংশ নিয়েছিলেন তিনি। যেখানে এরদোগানের একটি পুতুল ঝুলিয়ে প্রতীকী শাস্তি দেওয়া হয়েছিল। পরে স্টকহোমের প্রাইড প্যারেডে কুর্দি কর্মীদের একটি ফ্লোটে এলজিবিটিকিউ পতাকা হাতে একই পুতুল দেখা যায়। অভিযোগ অস্বীকার করেছেন মেডিন।
                        সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।