ইসরাইল ও ইরানের পালটাপালটি হামলা শুরু হওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম বাড়ছেই। মঙ্গলবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ২২ ডলার বা ৪ দশমিক ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭৬ দশমিক ৪৫ ডলার। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটে তেলের দাম বেড়েছে ৩ দশমিক শূন্য ৭ ডলার বা ৪ দশমিক ২৮ শতাংশ। দিনটিতে ডব্লিউটিআই বিক্রি হয়েছিল ৭৪ দশমিক ৮৪ ডলারে। জানা গেছে, ইরান গ্যাসের উৎপাদন কিছুটা কমিয়ে দিয়েছে। কেননা গ্যাস ক্ষেত্রে ইসরাইল হামলা চালিয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।