অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। শুক্রবার দুপুরে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম। ভাষণে ঈদুল আজহার তাৎপর্য, দেশবাসীর প্রতি শুভেচ্ছা, ও জাতীয় পর্যায়ে করণীয় বিষয়ে দিকনির্দেশনা থাকবে বলে ধারণা করা হচ্ছে। ভাষণটি একটি আধ্যাত্মিক ও জাতীয় গুরুত্বের বার্তা বহন করবে।