Web Analytics

বুধবার রাতে সৌদি প্রো লিগে দামাকের বিপক্ষে আল নাসরের ২-১ গোলের জয়ে নতুন রেকর্ড গড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যাচের ৫০ মিনিটে গোল করে তিনি আল নাসরের ইতিহাসে বিদেশি খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে রোনালদোর গোল এখন ১১৬টি, যা আগের রেকর্ডধারী আব্দেরাজ্জাক হামদল্লাহর ১১৫ গোলকে ছাড়িয়ে গেছে।

৪০ বছর বয়সেও রোনালদো দারুণ ফর্মে আছেন। আল নাসরের হয়ে ১৩১ ম্যাচে তার গোলের গড় ০.৮৯ এবং প্রতি ৯৯ মিনিটে একটি করে গোল করেছেন। এ সময় তিনি ছয়টি হ্যাটট্রিক ও ২২টি অ্যাসিস্ট করেছেন। সৌদি ও বিদেশি খেলোয়াড় মিলিয়ে আল নাসরের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তিনি এখন তৃতীয়, মাজেদ আবদুল্লাহ (২৫৯ গোল) ও মোহাম্মাদ আল-সাহলাওই (১৩১ গোল) তার ওপরে আছেন।

রোনালদোর ক্যারিয়ারে এখন পর্যন্ত গোল ৯৬০টি, অর্থাৎ ১০০০ গোলের মাইলফলক থেকে তিনি মাত্র ৪০ গোল দূরে। চলতি মৌসুমে সৌদি প্রো লিগে তার গোল সংখ্যা ১৬।

Card image

Related Threads

logo
No data found yet!