যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্প্রতি বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে বিভিন্ন বিষয়ে কথা হলেও কথা হয়নি অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং ভারতে অবস্থিত পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা প্রসঙ্গে। এদিকে গতকাল সংবাদ সম্মেলনে বিএনপি জানিয়েছে, ভারত যেন ক্ষমতাচ্যুত হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠায়। গণঅভ্যুত্থানের প্রতিবেদনের বরাতে বলেছে, ক্ষমতা ধরে রাখতে লুটেরা ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার পরিকল্পিতভাবে বিরোধীদের উপর হামলা এবং হত্যাকাণ্ড চালিয়েছে।