Web Analytics

পাবনার ঈশ্বরদীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই শ্রমিক নিহত হয়েছেন। শনিবার রাতে ঈশ্বরদী পৌর শহরের আলহাজ্ব মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন সলিমপুর ইউনিয়নের জয়নগর গ্রামের রাব্বি হোসেন (২৭) ও মানিকনগর গ্রামের নিশান মুন্সি (২২)। তারা মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

ঈশ্বরদী থানার ওসি মো. মমিনুজ্জামান জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নিহতদের লাশ পরিবারের আবেদনের ভিত্তিতে বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হবে। একসঙ্গে দুই যুবকের মৃত্যুতে জয়নগর ও মানিকনগর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা দুর্ঘটনাপ্রবণ এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানো যায়।

Card image

Related Threads

logo
No data found yet!