Web Analytics

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শনিবার কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনজুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের বেজমেন্ট-২ অডিটরিয়ামে শুনানি শেষে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। একই আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মনোনয়ন বাতিলের পর মনজুরুল আহসান মুন্সী শনিবার সন্ধ্যায় ফেসবুকে এক বার্তায় সমর্থকদের হতাশ না হতে আহ্বান জানান। তিনি বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত নয় এবং বিষয়টি বর্তমানে উচ্চ আদালতের বিবেচনায় রয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে আদালত ন্যায়বিচার নিশ্চিত করবে এবং তার মনোনয়ন পুনর্বহাল হবে।

তিনি সমর্থকদের ধৈর্য ও ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, তারা আইনের পথেই এগিয়ে যাবেন এবং সত্যের শক্তিই শেষ পর্যন্ত বিজয়ী হবে।

Card image

Related Threads

logo
No data found yet!