অযৌক্তিকভাবে বাড়িভাড়া বৃদ্ধির প্রতিবাদে শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে ভাড়াটিয়া পরিষদ। সংগঠনের সভাপতি জান্নাত ফাতেমার সভাপতিত্বে ও কার্যকরী সভাপতি মো. মোস্তফার সঞ্চালনায় আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা বলেন, প্রতি বছর নানা অজুহাতে বাড়িওয়ালারা ভাড়া বাড়াচ্ছেন, যা বর্তমান অর্থনৈতিক সংকটে সাধারণ মানুষের জন্য অসহনীয় হয়ে উঠেছে। তারা অভিযোগ করেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সীমিত আয়ের কারণে ভাড়াটিয়ারা সংসার চালাতে হিমশিম খাচ্ছেন, অথচ সরকার এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে পারছে না। বক্তারা অবিলম্বে বাড়িভাড়া বৃদ্ধি বন্ধে সরকারিভাবে প্রজ্ঞাপন জারির দাবি জানান এবং সতর্ক করেন, দাবি না মানলে সারা দেশের ভাড়াটিয়াদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।