চট্টগ্রামের আড়তগুলোতে কুরবানির পশুর কাঁচা চামড়া বিক্রি শুরু হয়েছে। আড়তদারদের অভিযোগ, ঢাকার ট্যানারি মালিকরা সরকার নির্ধারিত মূল্যে চামড়া নিচ্ছেন না। সরকার লবণযুক্ত প্রতি বর্গফুট চামড়া ৫৫-৬০ টাকা নির্ধারণ করে দিয়েছে। ঢাকার ট্যানারি মালিকরা চট্টগ্রামের বিভিন্ন আড়ত থেকে প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়া নিচ্ছেন ৩৮-৪০ টাকায়। এতে চট্টগ্রামের আড়তদার লোকসানের আশঙ্কা করছেন। জানা গেছে, চট্টগ্রামে চার লাখ ১৫ হাজার পশুর চামড়া সংগ্রহ করা হয়েছে। কম দামে কিনলেও ব্যবসায়ীরা সরকার নির্ধারিত দামে বিক্রি করতে পারা নিয়ে শঙ্কিত!