সিনিয়র সাংবাদিক মানিক মুনতাসির বাউল শিল্পীদের ভণ্ডামী পরিহার করে লালন শাহ ও শাহ আবদুল করিমের মানবতাবাদী ও আধ্যাত্মিক দর্শনে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার বাউল শিল্পী আবুল সরকারের প্রসঙ্গে তিনি নিজের ফেসবুক পোস্টে বলেন, প্রকৃত সাধকরা কখনো ধর্ম নিয়ে কটাক্ষ করেননি। তিনি আবুল সরকারের বিরুদ্ধে অভিযোগের যথাযথ বিচার আদালতের মাধ্যমে হওয়া উচিত বলে মত দেন। মুনতাসির আরও বলেন, ধর্মীয় গ্রন্থের অপব্যাখ্যা করা বা তা নিয়ে গান বাঁধা চরম ভণ্ডামী। তিনি তরুণ বাউলদের লালন শাহ, শাহ আবদুল করিম ও গৌতম বুদ্ধের জীবন ও দর্শন অধ্যয়নের পরামর্শ দেন, যাতে তারা প্রকৃত সাধক হিসেবে সমাজ সংস্কারে ভূমিকা রাখতে পারেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।