Web Analytics

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেড থেকে সরাসরি ১০ম গ্রেডে উন্নীত হওয়ার দাবি অযৌক্তিক ও অযথাসময়ে তোলা হয়েছে। শনিবার সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের তিনি জানান, অধিকাংশ শিক্ষকই মনে করেন এ দাবি যৌক্তিক নয়। তিনি বলেন, প্রধান শিক্ষকরা ১০ম গ্রেডে উন্নীত হয়েছেন, কিন্তু সহকারী শিক্ষকদের সংখ্যা অনেক বেশি হওয়ায় তা সম্ভব নয়। তবে তাদের ১১তম গ্রেড পাওয়ার বিষয়ে সরকার কাজ করছে। তিনি আরও বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নীতি অনুযায়ী ৮০ শতাংশ পদোন্নতি এবং ২০ শতাংশ নতুন নিয়োগের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। এর আগে ‘প্রাথমিক শিক্ষার গুণগতমান উন্নয়নে শিক্ষাসংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা’ বিষয়ে আয়োজিত সভায় শিক্ষকদের নৈতিকতা, আচরণ ও সহশিক্ষার বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।