কক্সবাজারে ভূমি অধিগ্রহণ মামলার নথি জালিয়াতির অভিযোগে সাবেক জেলা প্রশাসক মো. রুহুল আমিনকে কারাগারে পাঠানো হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, কায়সারুল ইসলাম চৌধুরী ২০১৪ সালে মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ভূমি অধিগ্রহণের প্রায় ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছিলেন রুহুল আমিনসহ ২৮ জনের বিরুদ্ধে। তৎকালীন সময়ে জেলা প্রশাসকের নাম কেটে দুদকের কাছে নথি পাঠানো হয়েছিল। গত বছরের ১ জুলাই দুদক সমন্বিত জেলা কার্যালয়ে ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এই ঘটনায় সাবেক কক্সবাজার জেলা প্রশাসক আত্মসমর্পণ করেন।