জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর ডেমোগ্রাফিক রিসার্চের এক গবেষণায় দেখা গেছে, ইসরাইলের দুই বছরেরও বেশি সময় ধরে চলা হামলায় গাজায় এক লাখেরও বেশি মানুষ নিহত হয়েছেন। জার্মান সাপ্তাহিক *ডি জাইট* ও আনাদোলু বার্তাসংস্থার প্রতিবেদনে বলা হয়, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া ৬৭ হাজারের সরকারি হিসাবের তুলনায় প্রকৃত মৃত্যুর সংখ্যা অনেক বেশি হতে পারে। গবেষকরা বিভিন্ন উৎস—স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য, স্বাধীন পরিবারভিত্তিক জরিপ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত মৃত্যুসংবাদ—বিশ্লেষণ করে ৯৯ হাজার ৯৯৭ থেকে ১ লাখ ২৫ হাজার ৯১৫ জনের মৃত্যু অনুমান করেছেন। গবেষণায় বলা হয়, নিহতদের ২৭ শতাংশ শিশু (১৫ বছরের নিচে) এবং ২৪ শতাংশ নারী। যুদ্ধের প্রভাবে গাজায় নারীদের গড় আয়ু ৭৭ থেকে নেমে ৪৬ বছরে এবং পুরুষদের ৭৪ থেকে ৩৬ বছরে নেমে এসেছে। এই পরিসংখ্যান গাজার মানবিক বিপর্যয়ের গভীরতা তুলে ধরে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।