গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সম্ভাব্য এমপি প্রার্থী হিসেবে গণঅধিকার পরিষদের সুরুজ্জামান সরকারের নির্বাচনি মতবিনিময় সভা বৃহস্পতিবার পশ্চিম দামোদরপুর গ্রামে অনুষ্ঠিত হয়। সভায় জেলা শাখার সভাপতি ছামছুজ্জামান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক সামিউল ইসলামসহ বিভিন্ন নেতা উপস্থিত ছিলেন। সুরুজ্জামান বলেন, জনগণের অধিকার আদায়ে গণঅধিকার পরিষদই একমাত্র বিকল্প এবং নির্বাচিত হলে তিনি শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে কাজ করবেন।