পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) ৭৫ শতাংশ শেয়ার ৪৮ কোটি ২০ লাখ ডলারে কিনেছে আরিফ হাবিব ইনভেস্টমেন্ট। রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এই নিলামে তিনটি পাকিস্তানি প্রতিষ্ঠান অংশ নেয়। ১৩৫ বিলিয়ন রুপি প্রস্তাব দিয়ে আরিফ হাবিব ইনভেস্টমেন্ট সর্বোচ্চ দরদাতা হিসেবে নির্বাচিত হয়। লাকি সিমেন্টের নেতৃত্বাধীন কনসোর্টিয়াম ১৩৪ বিলিয়ন রুপি প্রস্তাব করে দ্বিতীয় স্থানে থাকে, আর বেসরকারি বিমান সংস্থা এয়ার ব্লু দেয় ২৬ দশমিক ৫ বিলিয়ন রুপি।
নিলাম উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, এটি দেশের ইতিহাসের অন্যতম বৃহৎ লেনদেন এবং পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ রাখা জরুরি। চুক্তি অনুযায়ী, আগামী কয়েক মাসের মধ্যে অবশিষ্ট ২৫ শতাংশ শেয়ার কেনার সুযোগও পাবে আরিফ হাবিব ইনভেস্টমেন্ট।
বিশ্লেষকদের মতে, এই বিক্রি পাকিস্তানের বিমান খাতে একটি নতুন অধ্যায় সূচনা করতে পারে, তবে পিআইএর পুনর্গঠন ও আন্তর্জাতিক সুনাম পুনরুদ্ধারে এখনও বড় চ্যালেঞ্জ রয়ে গেছে।