প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি একেএম আব্দুল হাকিম বলেছেন, গণমাধ্যমকর্মীদের দলীয়করণ থেকে বেরিয়ে এসে চাঞ্চল্যকর সংবাদ পরিবেশন ও অপসাংবাদিকতা পরিহার করতে হবে। তিনি বলেন, গণমাধ্যম একটি দেশের চতুর্থ স্তম্ভ। এর মূলকাজ হচ্ছে স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা। সংবাদপত্র ও সাংবাদিকদের সঙ্গে স্বাধীনতা অস্থিমজ্জায় জড়িত। হাকিম বলেন, রাজনীতি ব্যক্তিগত বিষয়। পেশাদারিত্বের ক্ষেত্রে নীতি-নৈতিকতা থাকতে হবে। নিজস্ব মতামত পরিহার করে সাংবাদিকতা করতে হবে। এতে সংবাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। তিনি বলেন, সাংবাদিকদের আক্রমণাত্মক মনোভাব বর্জন করতে হবে। প্রত্যেকটি সংবাদমাধ্যমের একটা নিজস্ব নীতিমালা আছে, সেটা সাংবাদিকদের মেনে চলতে হবে। এছাড়া মিডিয়া ট্রয়াল না করে, আইন-আদালতের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।