সোমবার সকাল ১০টা ১০ মিনিটের দিকে সিএমএম আদালতের এজলাসে হাজি সেলিমকে গ্রেফতার দেখানোর জন্য হাজির করা হয়। আদালতের কাঠগড়ায় রাখা হলে হাজি সেলিমের হাতে পত্রিকার একটি পৃষ্ঠা দেখা যায়। এক পুলিশ সদস্য পত্রিকার পৃষ্ঠাটি তার হাত থেকে নিতে গেলে পুলিশ সদস্যকে লক্ষ্য করে চিৎকার-চেঁচামেচি করেন হাজি সেলিম। পরে তার আইনজীবীর মধ্যস্থতায় শান্ত হন। শুনানিতে এক মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত । পরে তাকে এজলাস থেকে নামিয়ে হাজতখানার দিকে নেওয়া হয়। এখানেও পুলিশের সঙ্গে ফের চিৎকার-চেঁচামেচি করেন হাজী সেলিম।