এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ বলেছেন, কেউ যদি পেশিশক্তি দেখিয়ে ভোটকেন্দ্র দখলের চেষ্টা করে, তবে জনগণকে সঙ্গে নিয়ে পাল্টা প্রতিরোধ গড়ে তোলা হবে। বুধবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল শহীদ মিনার চত্বরে এনসিপির নির্বাচনি পদযাত্রায় এক গণসমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন। তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশে নারীদের ওপর হামলা হলে তারও প্রতিরোধ গড়ে তোলা হবে।
আসিফ মাহমুদ বলেন, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ইতিহাসজুড়ে গণতান্ত্রিক আন্দোলনে জীবন দিয়েছে। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার উন্নয়নের গল্প বললেও এ জেলায় কোনো উন্নয়ন হয়নি। এগারো দলীয় ঐক্য জোট ক্ষমতায় এলে প্রতিটি জেলা ও উপজেলার জন্য ন্যায়সঙ্গত বাজেট বরাদ্দ দেওয়া হবে। তিনি জানান, শেরপুরে জোটের প্রার্থীর ওপর হামলায় ৩০ জনের বেশি কর্মী আহত হয়েছেন।
একই অনুষ্ঠানে প্রার্থী মাওলানা আশরাফ উদ্দিন বলেন, তারা ইনসাফের বাংলাদেশ গড়তে চান এবং নির্বাচিত হলে স্বচ্ছতা বজায় রাখবেন ও বিদেশি আধিপত্যের বিরুদ্ধে অবস্থান নেবেন।