কক্সবাজারের রামু উপজেলায় শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে পুলিশের বিশেষ অভিযানে জি-৪ রাইফেলের দুই রাউন্ড তাজা গুলিসহ ছয়জন রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে। রামু–মরিচ্যা সড়কের খুনিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পাইন বাগান এলাকায় স্থাপিত অস্থায়ী চেকপোস্টে দুপুর প্রায় ২টা ৪০ মিনিটে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রী মো. আলম (৩৫)-এর প্যান্টের ডান পকেট থেকে গুলি দুটি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, উখিয়া থেকে রামু হয়ে নাইক্ষ্যংছড়ির দিকে যাচ্ছিলেন। পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে গ্রেপ্তারকৃতরা অস্ত্র ক্রয়-বিক্রয়সহ বিভিন্ন অপরাধে জড়িত বলে তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে পাঁচজন উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের এবং একজন টেকনাফের থাইংখালী ক্যাম্পের বাসিন্দা।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল ইসলাম ভূঁইয়া জানান, তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং সহযোগীদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।