Web Analytics

গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের পাতিলবাড়ি চরে বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে কটূক্তির প্রতিবাদ করায় এক কৃষকদল নেতার উপর হামলার ঘটনা ঘটেছে। হলদিয়া ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব ও ব্যবসায়ী শাহজাহান মন্ডলকে তার মুদিখানায় হামলা ও মারপিটের পর সাঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, গত বুধবার একই এলাকার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ফরিদ মির্জা জনসম্মুখে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করেন। উপস্থিত শাহজাহান মন্ডল এর প্রতিবাদ করলে কথাকাটাকাটির একপর্যায়ে ফরিদ মির্জা ও তার সহযোগীরা অতর্কিতভাবে তার দোকানে হামলা চালিয়ে মারপিট করে।

হলদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর আলী জানান, শাহজাহান মন্ডল কটূক্তির প্রতিবাদ করায় তার উপর হামলা হয়েছে। সাঘাটা থানার ওসি মাহমুদুল আলম বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Threads

logo
No data found yet!