রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, ইউক্রেন রাতভর মস্কো ও আশপাশের অঞ্চলে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে, যার মধ্যে তুলা অঞ্চলের একটি শিল্প এলাকায় আগুন লেগেছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, রাজধানীর দিকে আসা অন্তত তিনটি ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং জরুরি সেবা সংস্থাগুলো ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, রাতভর তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোট ১৭২টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে, যার প্রায় অর্ধেক সীমান্তবর্তী অঞ্চলে ভূপাতিত হয়। হামলার পর মস্কোর চারটি প্রধান বিমানবন্দরের মধ্যে দুটি সাময়িকভাবে কার্যক্রম সীমিত করেছে। তুলা অঞ্চলের গভর্নর দিমিত্রি মিলিয়ায়েভ জানিয়েছেন, ভূপাতিত একটি ড্রোনের ধ্বংসাবশেষ একটি শিল্প স্থাপনায় পড়ে আগুন ধরে যায়, তবে ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যায়নি।
সাম্প্রতিক সময়ে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে ড্রোন হামলা বাড়িয়েছে, যা কিয়েভের মতে রাশিয়ার সামরিক ও জ্বালানি অবকাঠামো দুর্বল করার প্রচেষ্টা এবং রুশ হামলার প্রতিক্রিয়া।